Apr 08, 2025 / By SERA SELL / in Ecommerce
ফেসবুক এডস এর সবচেয়ে বড় ভুল:
Funnel Ways Strategy ফলো না করা।
আপনি যতই অডিয়েন্স টার্গেট করুন, যতই ভালো কন্টেন্ট দিন না কেন, যদি একটা সঠিক Funnel Strategy অনুসরণ না করেন তাহলে আপনার এড থেকে ভালো ফলাফল আশা করা বোকার কাজ হবে।
চলুন জেনে নেই -
✅ Funnel কী?
✅ Funnel এর Stage সমূহ।
✅ Funnel Strategy কেন ফলো করতে হয়?
✅ কখন কোন Stage এ কোন Funnel অনুসরণ করব?
Funnel কী?
এইটা খুব ভালো করে বুঝা দরকার।
যখন আপনি একটা প্রোডাক্ট, সার্ভিস বা ব্যবসা Facebook এ লঞ্চ করেন, তখন আপনার জানা দরকার কারা আপনার কাস্টমার হতে পারে।
বাংলাদেশে যদি ১৮ কোটি মানুষ থাকে, তার মানে এই না যে সবাই আপনার অডিয়েন্স।
ধরা যাক, প্রায় ৫ কোটি মানুষ হতে পারে আপনার সম্ভাব্য গ্রাহক।
কিন্তু তারা শুধু আপনার এড দেখবে না,
তারা আপনার মতো আরও হাজারো কোম্পানির এড দেখবে।
তাহলে প্রশ্ন:
➔ কেন গ্রাহক আপনার থেকেই কিনবে?
➔ আপনার প্রতি তার কতটুকু বিশ্বাস আছে?
এই প্রশ্নের উত্তর তৈরি করার জন্যই Funnel এর জন্ম।
Funnel এর Stage সমূহঃ
আমরা এখানে ৩টি Stage নিয়ে কাজ করবোঃ
TOFU (Top of the Funnel)
MOFU (Middle of the Funnel)
BOFU (Bottom of the Funnel)
TOFU (Top of the Funnel)
Audience Type: Cold Audience ❄️
কি করবো?
Awareness তৈরি করবো।
যেন মানুষ আপনাকে চিনে।
Example:
আপনার ৫ কোটি Cold Audience আছে যারা আপনার সম্পর্কে কিছুই জানে না।
তাদেরকে জানাতে হবে আপনি কে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি।
বি.দ্র:
এখানে সেল এর আশা করা যাবে না!
শুধু Awareness Campaign চালাতে হবে।
MOFU (Middle of the Funnel)
Audience Type: Warm Audience
কি করবো?
যাদের TOFU তে ইন্টারেস্ট তৈরি হয়েছে, তাদের আরও Educate করবো।
Consideration বাড়াবো।
Example:
TOFU তে ধরুন ১ কোটি মানুষ Interested হলো,
তাদেরকে নিয়ে Custom Audience বানিয়ে নতুন করে Ad চালাতে হবে।
তাদেরকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের Feature ও Benefit শেখাতে হবে।
বি.দ্র:
এখানেও সরাসরি সেল আশা করা যাবে না!
শুধু Consideration বাড়াতে হবে।
BOFU (Bottom of the Funnel)
Audience Type: Hot Audience
কি করবো?
যারা MOFU তে Website Visit বা Engagement করেছে তাদের Target করবো।
ডিরেক্ট Conversion Campaign চালাবো।
Example:
MOFU তে ৪০ লক্ষ মানুষ Engaged হয়েছে,
তাদের মধ্যে থেকে প্রায় ১৫ লক্ষ কাস্টমার পাওয়া যেতে পারে যদি সঠিকভাবে কাজ করা হয়।
শেষ কথা:
এভাবে Funneling Strategy ফলো করে যদি ক্যাম্পেইন চালান, তাহলে-
✔️ সেল আসবে
✔️ ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে।
নিজেকে এখন প্রশ্ন করুন,
শুধু Conversion ক্যাম্পেইন চালালে কি এত কিছু সম্ভব হতো?
নাকি ধাপে ধাপে Funnel ফলো করেই আসল সফলতা আসবে?
সঠিক Funnel Strategy = সফল Facebook Ads Journey!
Apr 08, 2025 by Nur Zaman
Dec 09, 2024 by SERA SELL
